নিস্তব্ধতা বয়ে যায় ঘুমে..
পুতুলেরা রঙ মাখুক গালে। মানুষ মন নিয়ে খেলুক।
বুকের ভিতর তো লুকিয়ে রাখা উষ্ণপ্রস্রবণ।
মানুষ আজও পুড়ে যায়। নির্দ্বিধায় নীরবে…
এভাবেই কাটছে সময় দুবেলা শিরার উপর।
কেউ এসে নিয়ে যাক মিছিলের দিকে
শিরা তো শাখানদী সারারাত কেটেছে সময়
কিছু গানের সুরও যেন একপ্রকারের সুরা
কেটে যাওয়ার অপেক্ষায়,
নেশা, মায়া, মোহ, টান, আবেগ, ঘুড়ি…
এ কোনো তারিখ নয়। মৃত্যুসংবাদ।
এ দিনে এ তারিখেই এসে দেখে যেও-
ব্যর্থ ছেলের ক্ষমতা। অথবা সৎকার…
অবসাদ গিলে খায় ব্যর্থ পাখিদেরই ডানা…
মৃত্যুর পর আমাকে চিতাকাঠে শুইয়ে রেখো তোমার ঠোঁটে।
অন্য কোনও ঠোঁটের স্পর্শে আমি বারংবার জ্বলে উঠবো…
ভেঙে মন শব্দ হলেই, নিজেরই টুকরো কুড়োয়…
মানুষ আজও আদিম। আজও নিরুপায়…
এ বুকে ঝড় উঠলে সামলে নেবেন শঙ্খ ঘোষ’ই
চিঠি
আমার দুঃখ গুলো খামে ভরে তোর ঠিকানায় পাঠাতেই, ফিরে এল…
ফোন
আঙুলের ভাষা শিখে নিয়ে, আমাদের সময় গিলে খেলো…
মাইলফলক
তোর ঠোঁটের ব্রীজ থেকে দেখতে পাই, আমাদের দুটো মনের মধ্যে বেড়ে যাওয়া দূরত্বকে…
আয়না
শরীরের ক্ষতের উপর চোখ পড়তেই, তোমায় দেখতে পেলাম…
সেফটিপিন
হাওয়ার বদলে বিশ্বাস ভরে তোমার হাতে তুলে দিতেই… বেলুনটা ফেটে গেলো।
অভিমান ক্রমশই ঘন হয়। ইশারাও বুঝে নেয় বোবা পাখিদের মন।
শব্দ কেটে শব্দের উপর বসাই।
তোমার বহুরূপীতা দেখে আমিও বেশ মুগ্ধ।
এভাবে বিলীন হয় নক্ষত্রেরা,
ফাঁকা পড়ে থাকে হৃদয়ের ঘরগুলো।
ভালোবাসা তো “নিষিদ্ধ ধুমপান”
যদি সন্ধ্যে নেমে আসে হাতে…
স্মৃতি গুলো গুঁড়ো করে ভরে রেখেছি বেদনার শিশিতে।
অনুভব করে দেখো আমার ক্লান্তির স্পর্শ।
ভেসে আসা মৃতলোকের পোড়া ছাই
আমার মধ্যে তুমিই থাকো, যেমন সুনীলের মধ্যে নীরা।
বেস্ট ক্যাপশন বাংলা Bengali Caption for Fb, Facebook, Instagram, Whatsapp :
বেস্ট ক্যাপশন বাংলা :
1. ‘আপনার কষ্ট গুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না।’
Leave a Reply