Neel Pakhi Lyrics (নীল পাখি) Prithibi Band | Reincarnation Version

 

Neel Pakhi Lyrics by Prithibi Band




Neel Pakhi Lyrics by Prithibi Band :

Neel Pakhi Reincarnation Version Song Is Sung by Koushik Chakraborty from Prithibi Band. Kokhon Ele Tumi Kokhon Chole Gele Lyrics In Bengali Written by Koushik Chakraborty.

Song : Neel Pakhi
Album : Reincarnation
Music Arrangement : Prithibi Band
Vocal, Lyrics & Composition : Koushik Chakraborty
Arunangshu Bagchi : Guitar

Neel Pakhi Song Lyrics In Bengali :

কখন এলে তুমি, কখন চলে গেলে
না বলা কথা গুলো রেখে গেলে,
সারাদিন একসাথে হাঁটা হলো ফাঁকি
মনে হয় এখনো কতো গল্প বাকি। 
আধভেজা চোখ আজও ঘুমোবে না জানি
শোনে না বারণ কারন তুমিও ভোলোনি,
শেষ দেখা তবু এ দেখা শেষ যেন হয় না
প্রথম দিনের লুকোচুরি আজ 
পড়ে পাওয়া চোদ্দো আনা।

নীল রঙা শাড়িতে, বেলোয়ারী চুড়িতে
এসেছো তুমি কাঁদাতে আমায়,
ফেলে আসা বৃষ্টিতে, দু-চোখের দৃষ্টিতে
ফিরে যাও। 

সেই প্রথম দলছুটে একা 
অজুহাত তুমি, তোমার চোখের ইশারা,
ধরেছিলে দু’হাত কোন সর্বনাশের খেলায় 
কেঁপেছিল শরীর ভেজা ঠোঁটের উষ্ণতায়। 

এক ঝড় এসে কেড়ে নিলো
আমার গানের সুর,
চোখ মেলে চেয়ে দেখি
তুমি তেরো নদী সাত সমুদ্দুর 
পেরিয়ে গেছোহারিয়ে আমায় 
কোন সুখের ঠিকানায়
ভালো থেকো, সুখে থেকো
আমি আর কাঁদবো না, 
আর ডাকবো না
একবার হাত ধরে তুমি বলোনা ও..
শেষবার তুমি আমার এটুকু সান্ত্বনা ও..
একবার হাত ধরে তুমি বলোনা ও..
শেষবার তুমি আমার এটুকু সান্ত্বনা। 

নীল রঙা শাড়িতে, বেলোয়ারী চুড়িতে
এসেছো তুমি কাঁদাতে আমায়,
ফেলে আসা বৃষ্টিতে, দু-চোখের দৃষ্টিতে
ফিরে যাও উড়ে যাও
অন্য নীড়ে, বন্য ভিড়ে উড়ে যাও
বাধন ছিঁড়ে অন্য নীড়ে উড়ে যাও ..

নীল রঙা শাড়িতে, বেলোয়ারী চুড়িতে
এসেছো তুমি কাঁদাতে আমায়,
ফেলে আসা বৃষ্টিতে, দু-চোখের দৃষ্টিতে
ফিরে যাও.. উড়ে যাও। 

নীল পাখি লিরিক্স – পৃথিবী ব্যান্ড :

Kokhon ele tumi kokhon chole gele
Na bola kotha gulo rekhe gele
Saradin eksathe hata holo faki
Mone hoy ekhono koto golpo baki
Adhveja chokh aajo ghumobe na jaani
Shone na baron karon tumio bholoni
Shesh dekha tobu e dekha sesh jeno hoy na
Prothom diner lukochuri aaj
Pore paowa choddo aana
Neel ronga sharite beloari churite
Esecho tumi kandate amay
Fele asa bristite duchokher drishtite
Phire jao, ure jao