Islamic Facebook Status Bangla – ইসলামিক স্ট্যাটাস বাংলা

Islamic Facebook Status Bangla -  ইসলামিক স্ট্যাটাস বাংলা

ইসলামিক স্ট্যাটাস, ধর্মীয় ভাবনার প্রকাশ, আধ্যাত্মিকতার স্পর্শে জীবনের নতুন দিগন্ত উন্মোচন করার এক মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ছোট্ট বার্তাগুলো কেবলমাত্র ধর্মীয় শিক্ষার প্রচারই করে না, বরং জীবনের বিভিন্ন দিক সম্পর্কে দিক নির্দেশনাও প্রদান করে। আপনাদের জন্য এই পোস্টটিতে কিছু ইসলামিক স্ট্যাটাস (Islamic status, caption), ক্যাপশন, উক্তি ও ছবিগুলো তুলে ধরা হলো

ইসলামিক স্ট্যাটাস (Islamic Status Bangla)

১. আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসূল। – 

(সূরা আল-ইমরান, আয়াত: ১৮)

২. তোমরা আল্লাহর রজ্জুকে সবলভাবে ধারণ কর, বিচ্ছিন্ন হয়ো না। – 

(সূরা আলে ইমরান, আয়াত: ১০৩)

৩. যারা সৎকর্ম করে, তাদের জন্য আছে উত্তম প্রতিদান এবং আরও বেশি। – 

(সূরা আল-কাহফ, আয়াত: ১১০)

Islamic Facebook Status Bangla -  ইসলামিক স্ট্যাটাস বাংলা

৪. ধৈর্য ধর, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য এবং তুমি কখনোই ধৈর্যের পরিপূর্ণ পরিমাণ জানতে পারবে না। – (সূরা আহক্বাফ, আয়াত: ২৩)

৫. তোমরা যদি কৃতজ্ঞ হও, তবে অবশ্যই আমি তোমাদের আরও বেশি দান করব। 

– (সূরা ইবরাহিম, আয়াত: ৭)

৬. পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, আর পরকালই হচ্ছে চিরস্থায়ী বাসস্থান। 

– (সূরা আল-হাদিদ, আয়াত: ২০)

Islamic Facebook Status Bangla -  ইসলামিক স্ট্যাটাস বাংলা

৭. যারা দান করে, তাদের জন্য আছে আল্লাহর কাছে উত্তম প্রতিদান এবং তাদের জন্য আছে বহুগুণ বৃদ্ধি। 

– (সূরা আল-বাক্বারাহ, আয়াত: ২৬১)

৮. যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, তাদেরকে এমন মনে হবে যেন তারা সকল মানুষকে হত্যা করেছে।

 – (সূরা আল-মায়িদাহ, আয়াত: ৩২)

৯. তোমরা যদি আল্লাহর সাহায্য কর, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন।

 – (সূরা আনফাল, আয়াত: ১৭)

Islamic Facebook Status Bangla -  ইসলামিক স্ট্যাটাস বাংলা

১০. যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য কঠিন পরিস্থিতির সাথে সাথে সহজতাও থাকে।
 – (সূরা আল-ফুরকান, আয়াত: ৭৪)

১১. যারা আল্লাহর উপর বিশ্বাস করে এবং নেক কাজ করে, তাদের জন্য জান্নাতের বাগান আছে, যার নিচ দিয়ে নদী প্রবাহিত।

– (সূরা আল-বাক্বারাহ, আয়াত: ২৫)

১২. যারা আল্লাহর আদেশ পালন করে এবং তার রাসূলের অনুসরণ করে, তারা তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, যেমন নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার। 

– (সূরা আন-নিসা, আয়াত: ৬৯)

Islamic Facebook Status Bangla -  ইসলামিক স্ট্যাটাস বাংলা

১৩. যারা ক্ষমা করে এবং অন্যদের সাথে ভালো ব্যবহার করে, তাদের জন্য আল্লাহর কাছে বড় পুরস্কার আছে। 

– (সূরা আশ-শুরা, আয়াত: ৪৩)

১৪. যারা আল্লাহকে স্মরণ করে, দাঁড়িয়ে, বসে এবং শুয়ে, এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে, তারা বলে, “হে আমাদের রব! আপনি এগুলো عبثে সৃষ্টি করেননি।” 

– (সূরা আলে ইমরান, আয়াত: ১৯১)

১৫. যারা আল্লাহর আদেশ পালন করে এবং তার রাসূলের অনুসরণ করে, তারা তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, যেমন নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার। 

– (সূরা আন-নিসা, আয়াত: ৬৯)

১৬. “যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে, সে যেন তার প্রতিবেশীকে সেইভাবে সম্মান করে যেমন সে নিজেকে সম্মান করে।” (সহীহ মুসলিম)

১৭. “আল্লাহর রহমত ছাড়া আমরা কিছুই করতে পারিনা।”

১৮. ধৈর্য্য হলো ঈমানের অর্ধেক।”

১৯. যারা আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহ যথেষ্ট। – (সূরা আত-তালাক, আয়াত: ৩)