Chandni Raite Nirojone Lyrics by Babu And Shaon :
Chandni Raite Nirojone Song Is Sung by Fazlur Rahman Babu And Meher Afroz Shaon from Urvashi Ganer Shiri. Music Composed by A H Turjo ANd Song Lyrics In Bengali Written by Jahirul Islam Badal.
Song : Chandni Raite Nirojone
Singer: Fazlur Rahman Babu & Meher Afroz Shaon
Lyrics : Jahirul Islam Badal
Tune : Bulbul Anam
Music Director : A H Turjo
Music Coordinator : Hridoy Saikat & Nizamuddin Khan Zahin
Chief Coordinator : Dr. Md Harunur Rashid
DOP : Joseph & Jahid Hassan
Produced by : Urvashi Forum
Chandni Raite Nirojone Song Lyrics In Bengali :
চাঁদনী রাইতে নিরজনে
আইসো সখা সংগোপনে,
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে,
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে।
কী যে কথা আমার সনে
আইমু সখী নিরজনে,
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে,
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।।
কত কথার বীজ বুনেছি
মনের জমিতে,
কত স্বপন যায় গো বইয়া
বুকের নদীতে।
আইমু সখী হইবো দেখা
আকুল নয়ন ভরিতে,
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে,
দুইজনাতে কইমু কথা
চাঁদের হাসিতে।।
বাপ-মায়ের আদর সোহাগ
হইয়া গেছে লীন,
পাড়া-পড়শীর জ্বালায় এখন
জ্বলছি নিশিদিন।
তোমার সঙ্গে কইমু কথা
দুঃখের জ্বালা জুড়াইতে,
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে।
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।।
আকাশেতে ডাকলে মেঘা
মনটা কেমন করে,
বিরহী মোর অন্তর তখন
তোমায় খুঁজে মরে।
তোমায় যদি না পাই সখী
যাইমু কিন্তু মরিতে,
দুইজনাতে কইমু কথা
চাঁদের হাসিতে,
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।।
কিগো খানাপিনা কই?
পালাগাইয়ের দুধের ছানা
চালুন ভাজা খই,
আরও আছে শিকায় তোলা
গামছাপাতা দই।
ধীরে ধীরে খাইবা সখা
কথার ফোঁড়ন কাটিতে,
ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে,
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে।
কী যে কথা আমার সনে
আইমু সখী নিরজনে,
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে,
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
চাঁদনী রাইতে নিরজনে
আইসো সখা সংগোপনে,
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে,
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে।
কী যে কথা আমার সনে
আইমু সখী নিরজনে,
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে,
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে,
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে।।
চাঁদনী রাইতে নিরজনে লিরিক্স – ফজলুর রহমান বাবু ও মেহের আফরোজ শাওন :
Chandni raate nirojone
Aiso sokha songopone
Fulero bichanay dimu tomay bosite
Ki je kotha amar sone
Aimu sokhi nirojone
Duijonate koimu sokha chander hasite
Koto kothar beej bunechi moner jomite
Koto shopon jaay go boiya buker nodite
Leave a Reply