Biplob Mane Jibon Deya Lyrics। বিপ্লব মানে জীবন দেয়া লিরিক্স। Abir Hasan । Azad Song

 

 

Biplob Mane Jibon Deya Lyrics। বিপ্লব মানে জীবন দেয়া লিরিক্স। Abir Hasan । Azad Song

“বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়
সে কোন দিন আসবে নারে কর যদি ভয়”-১
“আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়”-১
“বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়
সে কোন দিন আসবে নারে করো যদি ভয়”-১

“লড়াইয়ের ঐ ময়দানেতে যেতে তোমাকে হবে
প্রয়োজনে সব রক্ত টূকো জমীনে ঢেলে দেবে”-১
“তবুও তোমায় লড়তেই হবে মানিবেনা পড়াজয়”-১
“বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়
সে কোন দিন আসবে নারে করো যদি ভয়”-১

“কোথাথেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে
সেবার নামে বসল জুরে মির্জাফরের বেশে”-১
“ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়”-১
“বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়
সে কোন দিন আসবে নারে করো যদি ভয়”-১

“স্বসনের নামে কেউ বা পিষ্টে মেহনতি জনতারে
ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে”-১
“প্রতারনার ঐ ফাঁদে পড়ে মরা জীবন করেছি ক্ষয়”-১
“বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়
সে কোন দিন আসবে নারে করো যদি ভয়”-১

“ধর্ম কে আজ পুঁজি করিয়া গাল ভরা বুলি দিয়ে
কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়ে তওফা পেয়ে”
“ভন্ডামির সব শিকড় তুলে স্বত্তের আন জয়”
“বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়
সে কোন দিন আসবে নারে করো যদি ভয়”-১
“আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়”-১
“বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়
সে কোন দিন আসবে নারে করো যদি ভয়”-১