Bhuli Kemone Lyrics (ভুলি কেমনে) Asha Bhosle Nazrul Geeti

 Bhuli Kemone Lyrics Nazrul Geeti by Asha Bhosle



Bhuli Kemone Lyrics Nazrul Geeti by Asha Bhosle :

Bhuli Kemone Nazrul Geeti Sung by Asha Bhosle. Song Lyrics In Bengali Written by Kazi Nazrul Islam. Same Song Is Sung by Angurbala Debi, Feroza Begum, Manna Dey, Pratima Banerjee Asamay, Indrani Sen And Many Various Artists In Their Own Way.

Song : Bhuli Kemone Aajo Je Mone
Lyrics : Kazi Nazrul Islam
Singer : Asha Bhosle

Bhuli Kemone Song Lyrics In Bengali :

ভুলি কেমনে আজও যে মনে 
বেদনা সনে রহিল আঁকা,
আজও সজনি দিনরজনী 
সে বিনে গনি সকলি ফাঁকা,
ভুলি কেমনে।

আগে মন করলে চুরি 
মর্মে শেষে হানলে ছুরি,
আগে মন করলে চুরি 
মর্মে শেষে হানলে ছুরি,
এত শঠতা, এত যে ব্যথা
তবু যেন তা মধুতে মাখা,
ভুলি কেমনে।

চকোরী দেখলে চাঁদে 
দূর হতে সই আজও কাঁদে,
চকোরী দেখলে চাঁদে 
দূর হতে সই আজও কাঁদে,
আজও বাদলে, ঝুলন ঝুলে 
তেমনি জলে চলে বলাকা,
ভুলি কেমনে।

বকুলের তলায় দোদুল 
কাজলা মেয়ে কুড়ায় লো ফুল,
বকুলের তলায় দোদুল 
কাজলা মেয়ে কুড়ায় লো ফুল,
চলে নাগরী, কাঁখে গাগরী 
চরণ ভারী কোমর বাঁকা,
ভুলি কেমনে।

তরুরা রিক্তপাতা
আসলো লো তাই ফুল বারতা,
তরুরা রিক্তপাতা 
আসলো লো তাই ফুল বারতা,
ফুলেরা বোলে, ধরেছে বলে 
ভরেছে ফলে বিটপীশাখা,
ভুলি কেমনে।

ডালে তোর হানলে আঘাত 
দিস রে কবি ফুল সওগাত,
ডালে তোর হানলে আঘাত 
দিস রে কবি ফুল সওগাত,
ব্যাথা মুকুলে, অলি না ছুঁলে 
বনে কি দুলে ফুল পতাকা,
ব্যাথা মুকুলে, অলি না ছুঁলে 
বনে কি দুলে ফুল পতাকা।
ভুলি কেমনে আজও যে মনে 
বেদনা সনে রহিল আঁকা,
ভুলি কেমনে।