একটি ভালো ক্যাপশন একটি মানুষের মার্জিত রুচিবোধ ও ব্যক্তিত্বের পরিচয় বহন করে থাকে। মানুষের জীবন হরেক রকম অনুভূতির রঙে রাঙানো । সেই বর্ণিল অনুভূতির ডালি সাজিয়ে নিচে উল্লিখিত সেরকমই কিছু মনোগ্রাহী ক্যাপশন যা জীবনের বিভিন্ন দিককে সুন্দরভাবে তুলে ধরবে :
Bengali Caption for Profile Picture in FB, Instagram :
> মেনে নিলেই শান্তি ;মনে নিলেই অশান্তি।
> সাধের এই দেহটাও
এক মুঠো সাদা ছাই হবে,
সবি তো পিছে পড়ে রবে।
চুকে যাবে সময়ের
যত কিছু হিসেব নিকেশ
এই তো জীবন ।
> চলার পথে ,পথের বাঁকে নেই তো আপন পর,
কি আর পাবি কি আর দিবি আঙ্গুল গুণে কি!
লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি?
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়।
> সুযোগ এসেছে আজ, শেষবার আকাশ দেখার
দেহের কী দাম আর। সে তো শুধু মালিক, ছায়ার।
> আর নয় নিস্ফল ক্রন্দন
শুধু নিজের স্বার্থের বন্ধন
খুলে দাও জানালা আসুক
সারা বিশ্বের বেদনার স্পন্দন।
> কান্না দিয়ে মুকুট গাঁথা, পালক দিয়ে জয়
কৈশোরের মৃত্যু হলো। ঈশ্বরের নয়।
> সারা জীবনের মতো একবারই এই মৃত্যুসাজ…
এতদিন প্রাণ ছিল। অমরত্ব শুরু হলো আজ।
> আয়নায় দেখা মানুষটাকে বিশ্বাস করবেন না। সে ঠিক আপনার উল্টো।
> সব গাছেরা বৃক্ষ হলেই জেতে!
তৃণ প্রজাতিই বিরাজ করে ক্ষেতে।
> জাঁকিয়ে বসা আসলে এক শিকড় সুলভ আইন
গাছই জানে পাখি মাত্রেই নিপাট পরিযায়ী ।
> চলার পথে ,পথের বাঁকে নেই তো আপন পর,
কি আর পাবি কি আর দিবি আঙ্গুল গুণে কি!
লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি?
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়।
> উচ্চাকাঙ্খী উন্নতশির গাছের,
তারকার থেকে মাটিই কিন্তু কাছের।
> সব গাছেরা বৃক্ষ হলেই জেতে!
তৃণ প্রজাতিই বিরাজ করে ক্ষেতে
> হে আক্রান্ত পৃথিবী ;তুমি অপরাজিত হও !
> মাঝে মাঝে আমি মুখ বন্ধ রাখি আর মাথা নত করে নি। এর মানে আমি ‘পরাজিত নই’; ‘আমি পরিণত’।
> সুতো ছাড়ো ,উড়তে দাও মনকে
অপূর্ণতার ঊর্ধ্বে ।
> জীবন সহজ নয়;জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে,কখনো ধৈর্য ধরে, কখনো ক্ষমা করে, আবার কখনো বা এড়িয়ে চলে ।
> নিহত বাঘের থেকে আহত বাঘ বেশি ভয়ংকর ।
> ত্যাগ বিনা কিছুই সম্ভব না। শ্বাস নেওয়ার সময়ে ও আগে একটা শ্বাস ছাড়তে হয় ।
> যেখানে মনে হবে আর সম্ভব না ; সেখানেই খুঁজতে হবে সম্ভাবনা।
Masa Allah
❤️❤️
Good Job