বুকের ভিতর আছে প্রাণ লিরিক্স || Buker Vitor Ache Pran Lyrics

 Buker Vitor Ache Pran Lyrics (বুকের ভিতর আছে প্রাণ লিরিক্স) is a Bengali folk song. This song is sung by the melodious voice of Gamcha Palash. This song is very much popular in TikTok and Likee. This lyric written by Hossian Maruf. This song is composed by Gamcha Palash. Buker Vitor Ache Pran song released date is unknown.

Buker Vitor Ache Pran Song credentials:

 

বুকের ভিতর আছে প্রাণ লিরিক্স:

পানি গড়গড়ায়ে পড়তাছে, বাবা আমায় ডাকতেছে,
আয় রে মানিক আমার বুকে, আয়।
আল্লাই বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিনগান।
ভান্ডারী আমারে পাগল বানাইছে।
আল্লাই দেহের ভেতর দিছে প্রাণ, তার ভেতরে মেশিনগান।
ভান্ডারী আমারে পাগল বানাইছে।

বটতলা তিন রাস্তার মোড়ে আমার বাবার আস্তানা,
ভক্ত গনে জিকির করে আমার বাবা মৌলানা
বটতলা তিন রাস্তার মোড়ে আমার বাবার আস্তানা,
আরেহ ভক্ত গনে জিকির করে কেবলা বাবা মৌলানা

বাবা প্রেম বাজারে বসিয়া প্রেমের খেলা খেলিয়া
প্রেম বাজারে বসিয়া প্রেমের খেলা খেলিয়া
আশিকের মনো প্রান কাইড়া নিয়াছে
বাবাই আশিকের মনো প্রান কাইড়া নিয়াছে ।

আল্লাই বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিনগান।
ভান্ডারী আমারে পাগল বানাইছে।
আল্লাই দেহের ভেতর দিছে প্রাণ, তার ভেতরে মেশিনগান।
ভান্ডারী আমারে পাগল বানাইছে।

বাবাই আমার অলির অলি পাগলা ভক্তের দয়াল চান
চরন ধুলি দাওগো বাবা আমরা তোমার আর্শে গন
মারে ভক্তের গোপন খেলা না বুঝিলে বাড়ে জালা
আমারে দাও শিখাইয়া এশকে হই দেওয়ান

দেহের ভিতর আছে একটা পানি তোলার চাপকল,
সেখানে বাবায় চাপ দিয়াছে।
পানি গড়গড়ায়ে পড়তাছে, বাবা আমায় ডাকতেছে,
গড়গড়ায়ে পড়তাছে, বাবা আমায় ডাকতেছে।

Buker Vitor Ache Pran Lyrics:

Pani garagaraye paratache, baba amaya dakateche,
aya re manika amara buke, aya.
Alla’i bukera bhetara ache praṇa, tara bhetare mesinagana.
Bhandari amare pagala bana’iche.
Alla’i dehera bhetara diche praṇa, tara bhetare mesinagana.
Bhandari amare pagala bana’iche.
bhakta gane jikira kare amara baba maulana
batatala tina rastara more amara babara astana,
areha bhakta gane jikira kare kebala baba maulana
prema bajare basiya premera khela kheliya
asikera mano prana ka’ira niyache
baba’i asikera mano prana ka’ira niyache.
Batatala tina rastara more amara babara astana,
Baba prema bajare basiya premera khela kheliya